তাৎক্ষণিকভাবে আমাদের ত্বকের উজ্জলতার জন্য আমরা কত কিছুইনা করে থাকি, ভাল কোন অনুস্টান কিংবা উৎসবের সময় যদি পার্লার বন্ধ অথবা সিডিউল না থাকে তাহলে মন খারাপ হয়ে যায়। মন খারাপ হবার কোন কারণ নেই জেনে নিন কিভাবে ঘরে বসেই এই প্যাক টি তৈরি করে ব্যবহার করে পেয়ে যাবেন পার্লারের ফেসিয়ালের মতো উপকারিতা। দই, কলা, ডিম স্বাস্থ্যের জন্য বেশ উপকার কিন্তু ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতেও বেশ কাজ করে এগুলো। দই, কলা, ডিম এ তিনটির মিশ্রনে তৈরি প্যাক আপনার চেহারার উজ্জ্বলতা বাড়াতেও কেরামতি দেখাবে।
-অর্ধেকটা কলা, ১টি ডিমের সাদা অংশ ও ১ টেবিল চামচ দই একসাথে মিশিয়ে প্যাকটি তৈরি করুন।
-প্রথমে কলা ভালো করে চটকে নিয়ে ডিমের সাদা অংশ ও দইয়ের সঙ্গে ব্লেন্ড করে নিন। এরপর পুরো মুখে ভালো করে সমান ভাবে লাগান।
১৫ মিনিট পর ঠান্ডা পানিতে মুখ ধুয়ে ফেলুন। এরপর পরিষ্কার তোয়ালে দিয়ে আলতো করে মুছে নিন। দেখবেন কতটা সতেজ এবং উজ্জ্বল হয়ে উঠে আপনার ত্বক।