গরমে যেমন ত্বকে ব্রণ, ব়্যাশ, ফুসকুড়ি সহ নানা সমস্যা দেখা যায়। তেমনি চুলেরও নানা সমস্যা দেখা যায়। চুলের ডগা ফাটা থেকে শুরু করে চুল ওঠা পর্যন্ত নানা সমস্যা দেখা যায়। গরমে এই চুলের সমস্যা এতটাই মারাত্মক আকার ধারন করে যে মাথায় টাক দেখা যায়। কীভাবে এই গরম থেকে বাঁচবেন আপনার চুল দেখে নিন তার কিছু টিপস –
তেলতেলে স্ক্যাল্প: অনেকেরই মাথার ত্বক তেলতেল হওয়ার সমস্যা থাকে। এই গরমে তা আরও বেশি পরিমাণে দেখা দেয়। তাই গরম থেকে চুল বাঁচানোর চেষ্টা করুন। অনেক সময় বাইরে বেরনোর ফলে আমাদের মাথায় ধুলো বালি বসে। এর পাশাপাশি গরমকালে অনেকের মাথা ঘামারও সমস্যা থাকে। ঘাম ও ধুলো একসঙ্গে মাথায় বসে চুল পড়ার সম্ভবনা দেখা যায়। সেক্ষেত্রে সপ্তাহে ২ বার মাথায় শ্যাম্পু করবার চেষ্টা করুন। যাদের মাথার ত্বক তেলতেলে তারা শ্যাম্পু করবার পর শুধু মাত্র চুলের ডগাতে কন্ডিশানার লাগান। এছাড়াও, তেলতেলে মাথার ত্বকের জন্য আমলা প্যাক ব্যবহার করতে পারেন।
অগোছালো চুল: গরমকালে বেশিরভাগ সময়ে আমাদের চুল অগোছালো থাকে। যতই ঠিক করবার চেষ্টা করুন না কেন ততই চুল এলোমেলো হয়ে যায়। সেক্ষেত্রে চুলে সিরাম ব্যবহার করুন। এমন সিরাম ব্যবহার করুন যাতে আপনার চুল সূর্য আলো থেকে রক্ষা পায়। চুলে ময়েশ্চারাইজা়রের জন্য প্যাক ব্যবহার করুন। সেক্ষেত্রে পাকা কলা চটকানো, মধু ও অলিভ অয়েলে দিয়ে একটি প্যাক তৈরি করে নিতে পারেন। এবার গোটা চুলে লাগিয়ে সাওয়ার ক্যাপ পড়ে নিন। ২০ মিনিট বাদে শ্যাম্পু করে নিন। এরপর কন্ডিশানার ব্যবহার করুন। দেখবেন, আগের থেকে আপনার চুল সিল্কি ও শাইনি হয়ে গেছে।
চুলের কালারের পরিবর্তন: যারা চুলে কালার করেন অতিরিক্ত গরমের ফলে তাদের চুলের কালার বেশিরভাগ সময়ে নষ্ট হয়ে যায়।
কোনও কোনও সময়ে দেখা যায় চুলে কালার না করলে চুলের স্বাভাবিক রং পরিবর্তন হয়ে লালাচে রঙে পরিণত হয়েছে। তাই গ্রীষ্মকালে চুল ঢেকে বেরনোর চেষ্টা করুন। সেক্ষেত্রে ছাতা বা টুপি ব্যবহারে করুন। চুলে কালার করা থাকলে তারজন্য হেয়ার কালার স্পেশাল শ্যাম্পু ব্যবহার করুন। শ্যাম্পুটি যেমন আপনার চুলের কালারকে ধরে রাখতে সাহায্য করবে তেমনি এটি আপনার চুলে একটি চকচকে করবে। চুলের কালার ধরে রাখতে শ্যাম্পুর পর কন্ডিশানার ব্যবহার করুন। তাতে আপনার চুল কোমল ও শাইনি লাগবে।
হেয়ার প্যাক: যদি আপনি চান আপনার মাথার ত্বক ঠান্ডা ও চুল কোমল থাকে তাহলে আপনি চুলে হেনা প্যাক ব্যবহার করুন। হেনা প্যাক ব্যবহার করার ফলে আপনার মাথার খুসকি দূর হবে। পাশাপাশি চুল হয়ে উঠবে কোমল। হেনার প্যাকেট বাজারে সহজলভ্য তাই এটি আপনি সহজেই বাজারে পেয়ে যাবেন। মাথায় হেনার প্যাকটি লাগিয়ে আধ ঘণ্টা পর চুল ধুয়ে ফেলুন এতে চুল যেমন ভালো থাকবে তেমনি এটি চুলে পুষ্টিরও যোগান দেবে।
অ্যাপেল সিডার ভিনিগার: গরমকালে চুল ভালো রাখার জন্য ১ মগ জলে ২ চামচ অ্যাপেল সিডার ভিনিগার দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার এটি চুলে ঢেলে দিন। এছাড়াও ড্যামেজ কন্ট্রোল শ্যাম্পুও ব্যবহার করতে পারেন। সপ্তাহে একবার মাথায় নারকেল তেল দিয়ে ম্যাসাজ করুন। এগুলি করলে দেখবেন গরমকালে চুল অনেকটা ভালো থাকবে।
চুলের সমস্যা সমাধানে যেই প্রোডাক্ট ব্যবহার করবেন: