Welcome
Advertising is the way great brands get to be great brands.
We Are Awesome Folow Us
Home  /  BLOG   /  বাড়িতেই বানিয়ে ফেলুন হেয়ার কন্ডিশনার

ডালনেস, খুশকি সহ আরও অনেক চুলের সমস্যায় জর্জরিত থাকে। অনেক সময় শ্যাম্পু করার পরদিনই চুল কেমন যেন চিটচিটে হয়ে যায়। ফলশ্রুতিতে ধূলো বালি খুব সহজে আটকে যায় আর শুরু হয় চুল পড়া, ড্যামেজ হওয়ার মত হাজার সমস্যা। সঙ্গে সঙ্গে চুলের ভলিউম বাড়িয়ে চুল আরও খসখসে ও রুক্ষ করে তোলে। আমাদের হেয়ার ফলিকলসের মধ্যে থাকে ন্যাচারাল অয়েল (সেবাম), যা স্ক্যাল্প ভালো রাখে। হেয়ার কন্ডিশনার চুলে সেবাম ব্যালান্স বজায় রাখে। এই ঘরোয়া কন্ডিশনার ড্যামেজ চুলেকে মোলায়েম, মসৃণ আর রিজুভিনেট করে। চুল নরম রাখা, জট পড়া ও ডগা ফাটার সমস্যা থেকে বাঁচতে হেয়ার কন্ডিশনার ব্যবহার করা জরুরি। কিন্তু, রাসায়নিকযুক্ত হেয়ার কন্ডিশনার ব্যবহার করলে চুল আরও রুক্ষ হয়ে যাওয়ার ভয় থাকে। চুল ভালো রাখতে তাই বাড়িতে বানিয়ে ফেলুন প্রাকৃতিক উপাদানে তৈরি হেয়ার কন্ডিশনার-

ল্যাভেন্ডার অয়েল ও কোকোয়া বাটার এক চামচ কোকোয়া বাটার গলিয়ে নিন। তারমধ্যে এক চামচ অলিভ অয়েল ও কয়েক ফোঁটা ল্যাভেন্ডার এসেমশিয়াল অয়েল মিশিয়ে নিন। কোকোয়া বাটার চুলের আর্দ্রতা বজায় রাখে। তাই, এই কন্ডিশনার ব্যবহার করলে রুক্ষ হয়ে যাওয়া চুলও ফিরে পায় তার পুরোনো কোমলতা।

অ্যালোভেরা ও পেপারমিন্ট অয়েল চুলের জন্য এই কন্ডিশনারটি দারুণ উপকারি। আর বানানোও খুব সহজ। একটা লেবুর রসের সঙ্গে চার চামচ অ্যালোভেরা জেল ও পাঁচ ফোঁটা পেপারমিন্ট এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিলেই তৈরি কন্ডিশনার। শ্যাম্পু করার পর চুলে এই কন্ডিশনার লাগিয়ে পাঁচ মিনিট রাখুন। তারপর ঠান্ডা বা হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। আপনার চুলে আসবে প্রাকৃতিক জেল্লা।

নারকেল তেল ও মধু বহুযুগ ধরে চুলের যত্ন নিয়ে আসছে নারকেল তেল। কারণ, এতে থাকে চুলের জন্য প্রয়োজনীয় প্রোটিন। গোড়া থেকে চুলকে মজবুত করতে নারকেল তেল ম্যাসাজ করি প্রায় সকলেই। এবার এই তেল দিয়েই বানিয়ে ফেলুন কন্ডিশনার। একটি পাত্রে কিছুটা নারকেল তেল নিন। তাতে পরিমাণমতো মধু মেশান। ভালো করে মিশিয়ে নিন। শ্যাম্পু করার অন্তত ২০ মিনিট আগে কন্ডিশনারটি চুলে লাগিয়ে নিন। হালকা গরম জল ও শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

ডিমের কুসুম ও ভিনিগার চুলের আর্দ্রতা বজায় রাখতে ডিম দারুণ কার্যকরি। আর তাই কন্ডিশনার হিসাবে এটি ব্যবহার করা যায়। দু’টো ডিমের কুসুম আলাদা করে পাত্রে রাখুন। তাতে চার চামচ হোয়াইট ভিনিগার, মধু ও দুই চামচ অলিভ অয়েল মিশিয়ে ভালো করে মিশিয়ে নিন। চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত লাগান। ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। মাথার ত্বকের যে কোনও সমস্যা, খুশকি ও উকুন পুরোপুরি দূর হবে।

1 Comment

  • Kolikata Herbal5 years ago

    Its very informative blog . I appreciate for your information. thank’s

    reply

LEAVE A COMMENT

Home
Account
0
Search