রূপচর্চায় তেজপাতার ব্যবহার
ত্বক পুনরুজ্জীবিত করতে
দ্রুত ত্বক পুনরুজ্জীবিত করতে তেজপাতা বেশ কার্যকর। দুই কাপ পানিতে পাঁচটি তেজপাতা অল্প আঁচে জ্বাল দিন। এরপর একটি টাওয়াল পানিতে ভিজিয়ে নিন। এটি দিয়ে ৫ মিনিট ত্বক স্টিম করুন। এটি ত্বক রিল্যাক্স করার পাশাপাশি একটি গ্লো দেবে।
ব্রণ দূর করে
জলের মধ্যে ১০টি তেজপাতা গুঁড়ো করে মিশিয়ে নিন। এবার এটি অল্প আঁচে ১০ মিনিট ফুটিয়ে নিন। ঠান্ডা হয়ে গেলে এই মিশ্রণটি ছেঁকে নিন। দুবার নিয়ম করে এই জল দিয়ে মুখ পরিষ্কার করুন। এতে ব্রণ হওয়ার প্রবণতা কমে যাবে। ত্বকের উজ্জ্বলতাও বৃদ্ধি পাবে।
খুশকি দূর করতে
চুলের খুশকি দূর করতে তেজপাতা খুবই উপকারী। তেজপাতার গুঁড়োর সঙ্গে পরিমাণ মতো টকদই মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এবার এটি চুলে লাগান। কিছুক্ষণ পর শ্যাম্পু করে ফেলুন। এটি খুশকি দূর করার পাশাপাশি মাথার চুলকানির সমস্যা থাকলে তা দূর করবে।
নরম চুল
নরম চুল পেতে তেজপাতা ব্যবহার করতে পারেন। প্রথমে ১০টা তেজপাতা নিন। জলে দিয়ে ফোটান। ১০ মিনিট ফোটার পর দেখবেন জলের একটা হালকা সবুজ রং চলে এসেছে। এবার এটি নামিয়ে ঠান্ডা করে নিন। এরপর স্নানের সময় এই জল দিয়ে চুল ধুয়ে নিন। দেখবেন চুল দিয়ে একটা সুন্দর গন্ধ বেড়ছে। এছাড়া চুল কোমল হয়ে গেছে।
চুলকানির সমস্যা কমাতে
কাঁচা তেজপাতা অলিভ অয়েলে ফুটিয়ে তেজপাতার তেল তৈরি করুন। এবার এই তেল ব্যবহার করলে ত্বকের নানা সমস্যা দূর হবে।
উকুন দূর করতে
তেজপাতা গুঁড়ো করে জলে ১০ মিনিট ফুটিয়ে নিন। এবার এটি ছাকনি দিয়ে ছেকে নিন। এই জল দিয়ে মাথার তালু এবং চুলে ভালো করে ম্যাসাজ করুন। ৩ থেকে ৪ ঘণ্টা পর এটি ধুয়ে ফেলুন। এটি উকুন দূর করতে বেশ কার্যকরী।
টোনার হিসেবে ব্যবহার করুন
দাঁত সাদা করতে
তেজপাতা গুঁড়ো করে পেস্টের সঙ্গে মিশিয়ে দাঁত মাজুন। এটি দাঁতের হলদেটে ভাব দূর করে। চাইলে শুধু তেজপাতা গুঁড়ো দিয়ে দাঁত ব্রাশ করতে পারেন।
কন্ডিশনার করতে
কিছু তেজপাতা পানিতে সিদ্ধ করে নিন। এবার এটি ছেঁকে ঠাণ্ডা করে নিন। শ্যাম্পু করার পর এই পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এটি কন্ডিশনার হিসেবে কাজ করবে। নিয়মিত ব্যবহারে এটি চুলকে ঝলমলে করে তুলবে।