Welcome
Advertising is the way great brands get to be great brands.
We Are Awesome Folow Us
Home  /  BLOG   /  নারিকেল তেল দিয়ে কিভাবে মেকআপ তুলবেন

আপনার হাতের নাগালে কিছু থাক আর না থাক নারিকেল তেল থাকবেই সবার বাড়িতে। নারিকেল তেল ত্বকের যত্নের জন্য যুগ যুগ ধরে সুনাম বয়ে আসছে। এফডিএ রিপোর্ট অনুযায়ি ২০০৭ সালে ৬০০ কসমেটিক কম্পানি নারিকেল তেল ব্যবহার করেছে। আমরা অই সব বিস্তারিত আলাপ এ না যেয়ে বরং কিভাবে নারিকেল তেল ব্যবহার করে মেকআপ তুলা যায় সে ব্যপারে আলাপ করি। মেকআপ তুলা অনেক কস্টের এবং মেকআপ তুলার জন্য অনেক টাকার ক্লিনজার ও মেকআপ রিমুবার কিনতে হয় যা কিনতে অনেক টাকা খরচ হয়। কিন্তু আপনি সে টাকা বাচাতে পারেন শুধু নারিকেল তেল ব্যবহার করে ।

তবে চলুন দেখি কিভেবে নারিকেল তেল দিয়ে মেকআপ তুলা যায়।

 

ধাপঃ ১। আপনি লক্ষ করে দেখবেন শীতকালে এবং গরমকালে নারিকেল তেল বিভিন্ন রকমের হয়। কারন, শীতকালে নারিকেল তেল জমে যায় আর গরমকালে তা তরল হয়ে যায়। যাই হোক, নারিকেল তেল জমে থাকলে হালকা গরম করে তরল করে নিন।

ধাপঃ ২। এরপর, আংগুল দিয়ে পুরা মুখে নারিকেল তেল ভালভাবে লাগিয়ে নিন। আংগুল দিয়ে মাসাজ করতে থাকুন । যেখানে যেখানে মেকআপ লাগানো আছে সে সব স্থান এ মাসাজ করুন ভালভাবে।

ধাপঃ ৩। ভালভাবে মাসাজ করার পর ভেজা তোয়ালে দিয়ে মুখ ভালভাবে মুছে ফেলুন ।

ধাপঃ ৪। ফাইনালি আপনি মুখ ফেসওয়াস দিয়ে অথবা শুধু পানি দিয়ে ভালভাবে ধুয়ে ফেলুন।

No Comments

LEAVE A COMMENT

Home
Account
0
Search