Welcome
Advertising is the way great brands get to be great brands.
We Are Awesome Folow Us
Home  /  BLOG   /  সিরাম কি? সিরাম কেন ব্যবহার করা উচিত?

অনেকেই ভাবেন  সিরাম মানেই বাড়তি খরচ। ত্বকের যত্ন নেওয়ার জন্য ফেসওয়াশ-ক্রিম ব্যবহারই যথেষ্ট। যদি আপনিও মনে মনে এমন ধারণা পোষণ করেন, তবে জেনে নিন, কীভাবে সিরামই ম্যাজিকের মতো কাজ করতে পারে আপনার ত্বকে-

সিরাম কি?

সিরাম হচ্ছে এক ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট যা ত্বক পরিস্কার করার পর এবং ময়েশ্চারাইজ়ার ব্যবহার করার পূর্বে ত্বকে ব্যবহার করতে হয়। সিরাম তৈরি হয় খুব ছোট ছোট মলিকলস দ্বারা যা ত্বক বা চুলে সহজেই মিশে যেতে পারে।  মলিকলস শক্তিশালী উপাদান দ্বারা তৈরি হয় যা কার্যকরী ভাবে কাজ করে। যার ফলে এটা স্কিন কেয়ারের বিভিন্ন বিষয় যেমন ত্বকের বলিরেখা, বয়সের ছাপ ইত্যাদির ক্ষেত্রে খুব ভাল কাজ করে। আপনি যদি মনে করেন আপনার বর্তমান স্কিন কেয়ার প্রোডাক্ট আপনার ত্বককে সজীব ও প্রানউজ্জল করতে পারছেনা তখনিই আপনি সিরাম ব্যবহার করতে পারেন। সিরাম ব্যবহার করতে হয় ত্বক পরিস্কার করার পর যখন ত্বকে ভেজা ভাব থাকে তখন। সিরাম ব্যবহার করতে হয় খুব অল্প পরিমাণ। পাঁচ ফোটার বেশী না। ত্বকে সিরাম ব্যবহারের ফলাফল বেশীরভাগ সময় সাথে সাথেই পাওয়া যায়। এটা দিনে একবার ব্যবহার করলেই চলে।

সিরাম কি হতে পারে ময়েশ্চারাইজ়ারের বিকল্প?

কেবারেই না। সিরাম ব্যবহার করতে হবে ময়েশ্চারাইজ়ারের আগে। সিরাম ত্বকের গভীরে গিয়ে বলিরেখা বা নিষ্প্রাণ ত্বকের সমস্যার বেশকিছু সমস্যার সমাধান করে। আর ময়েশ্চারাইজ়ার সিরামের উপর একটা আস্তরণ তৈরি করে সিরামের গুণগুলিকে রক্ষা করে।

কীভাবে ব্যবহার করবেন সিরাম?

  • কোনও উপাদানকে ত্বকের গভীরে সহজেই পৌঁছে দিতে ব্যবহার করা হয় সিরাম। সরাসরি ত্বকে কাজ করে বলে সিরাম ব্যবহারের ফল হয় দারুন। বিশেষত, দাগছোপ, বলিরেখা, কোঁটকানোভাব বা শুষ্কতা ইত্যাদির মোকাবিলা করে সিরাম। তাই, ত্বক পরিষ্কার করার পর এবং ময়েশ্চারাইজ়ার লাগানোর আগে সিরাম ব্যবহার করা উচিত। সিরাম লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন। তাহলে, ত্বক তাড়াতাড়ি শুষে নেবে সিরাম। কিছুক্ষণ অপেক্ষা করে তবেই অন্য প্রোডাক্ট ব্যবহার করুন। সাধারণত, দিনে দু’বার ব্যবহার করা উচিত  সিরাম।

সিরামের গুণাগুণ

  • ব্যবহার করতে বেশি সময় লাগে না।
  • তাড়াতাড়ি কাজ করতে শুরু করে।
  • ত্বকের ঔজ্জ্বল্য বাড়ে।
  • ত্বকের রং উন্নত হয়।
  • ত্বকের গভীরে গিয়ে আর্দ্রতা জোগায়।
  • সহজে ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না।
  • ফোলাভাব কম করে।
  • দাগছোপ হালকা করে।
  • ডার্ক সার্কল দূর করে।
  • ত্বককে সারিয়ে তোলার কাজ শুরু করে।

সঠিক সিরাম কীভাবে বাছাই করবেন?

প্রতিটি সিরামই কার্যকরি উপাদানে পরিপূর্ণ থাকে। এক এক ধরনের ত্বকের জন্য এক একরকম সিরাম পাওয়া যায়। তাই প্রথমেই সিরামের বোতলের পিছনে লেখা থেকে জেনে নিন, তাতে কোন্ কোন্ উপাদান আছে। আর কেনার আগে ত্বকের যে কোনও অংশে অল্প সিরাম লাগিয়ে পরীক্ষা করে নিন, কোনওরকম সমস্যা হচ্ছে কি না। আপনার ত্বকের জন্য কোন সিরাম উপযুক্ত, তা বোঝার জন্য রইল কিছু টিপস-

  • ব্রণ-ফুসকুড়ি বেশি হয় এমন ত্বকের জন্য বেছে নিন, ভিটামিন-C, জ়িঙ্ক, স্যালিসিলিক অ্যাসিড ও রেটিনলযুক্ত সিরাম। জ়িঙ্ক ত্বকের জ্বালাভাব ও অস্বস্তি দূর করে। রেটিনল ফোলাভাব কমায়। স্যালিসিলিক অ্যাসিড রোমকূপ পরিষ্কার করে। ভিটামিন-C ত্বকে তেল উৎপাদন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে।

 

  • শুষ্ক ত্বকের জন্য বেছে নিন, ভিটামিন-E, গ্লাইকোলিক অ্যাসিড ও হাইড্রোলিক অ্যাসিডযুক্ত সিরাম। এর উপাদানগুলি ত্বককে ময়েশ্চারাইজ় করে, এক্সফোলিয়েট করে এবং ত্বকের স্থিতিস্থাপকতা বাড়িয়ে ত্বককে করে তোলে কোমল।

 

  • নিষ্প্রাণ ত্বকের জন্য বেছে নিন, অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত সিরাম। গ্রিন-টি এক্সট্র্যাক্ট রয়েছে এমন সিরাম ব্যবহার করলে ত্বক ধীরে ধীরে হয়ে ওঠে প্রাণবন্ত।

 

  • ত্বকের কোঁচকানোভাব কম করতে পেপটাইডসমৃদ্ধ সিরাম বাছা উচিত। এরফলে, কোলাজেন ও ইলাস্টিন উৎপাদন বৃদ্ধি পায় এবং ত্বক হয়ে ওঠে টানটান।

রিকমেন্ডেশনঃ

আমাদের কাছে একটি ভাল মানের কোরিয়ান গ্রীন টি সিরাম আছে ব্যবহার করতে পারেন।  প্রডাক্টি বিশ্ববিখ্যাত ইন্সফিরি ব্র্যান্ড এর।  প্রডাক্টির নাম ইনিসফিরি গ্রিন টি শীড সিরাম /  Innisfree Green Tea Seed Serum 

A moisturizing serum with organic Jeju green tea and green tea seeds that hydrate your skin from deep within!

1. More moisture and freshness with 100% green tea.
Rich in amino acids and minerals, green tea from Jeju’s own green tea leaves hydrates your skin.

2. Dual Moisture-Rising Technology derived from green tea and green tea seed oil
The fresh green tea deeply hydrates your skin and the green tea seed oil creates a strong moisture barrier to keep your skin moisturized longer.

3. The first thing to apply after a face wash!
As the first skincare product you use, it helps hold moisture in your skin and prevents moisture loss.

*Product suggestions for the 3 most common types of skin
– oily skin: The green tea fresh line
– combination skin: The green tea balancing line
– dry skin: The green tea moisture line
– special moisturizing and nourishing care line: The green tea seed line

How to use

Pump a dollop of the serum on your hand and apply it on your face and neck.

Ingredients

The green Tea Extract (75.9%), Propanediol, Biosaccharide Gum-1, Ethanol, Glycerin, Betaine, The green Tea Seed Oil (208mg), Prickly Pear Extract, Orchid Extract, Tangerine Peel Extract, Camellia Leaf Extract, Citrus Aurantium Bergamia Extract, Grapefruit Extract, Orange Extract, Tangerine Extract, Bis-PEG-18 Methyl Ether Dimethyl Silane, PEG-60 Hydrogenated Castor Oil, Cetearyl Olivate, Hydrogenated Lecithin, Sorbitan Olivate, Acrylates/C10-30 Alkyl Acrylate Crosspolymer, Hydroxyethyl Acrylate/Sodium Acryloyldimethyl Taurate Copolymer, Ethylhexylglycerin, Cocoa Extract, Dextrin, Potassium Hydroxide, Disodium EDTA, Fragrance.

Product Link 

https://skincarebd.com/product-category/skin-care/women/serums/

 

5 Comments

  • Shapla4 years ago

    সিরাম use এর আগে কি টোনার use করা যাবে??

    reply
  • Jinat4 years ago

    Price?

    reply
  • বিথী4 years ago

    এটা দিনে কত বার ব্যবহার করা যাবে?

    reply
  • Nushrat farjana4 years ago

    এটার প্রাইজ ক?

    reply
  • Sabrina Hasan9 months ago

    সিরাম নিয়ে অসাধারণ একটি পোস্ট।

    সিরামের ব্যবহারের কারণে এটি ত্বকের স্বাস্থ্য ও সৌন্দর্য উন্নতি করতে সাহায্য করে। এটি ত্বকের মধ্যে নিখুঁত পুষ্টি পৌঁছে দেয় এবং ত্বকের স্বাস্থ্যকে উন্নত করে। সিরাম ব্যবহার করলে ত্বকের মধ্যে আরও উচ্চতর পরিমাণে নিউট্রিশন পৌঁছে যায়, যা ত্বকের স্বাস্থ্যকে উন্নত করে এবং ত্বকের সমস্যাগুলি সমাধান করে।

    এই ব্যাপারে আমি আরো জানতে পারি এই পোস্টের মাধ্যমে।

    reply

LEAVE A COMMENT

Home
Account
0
Search