পুরুষের ধারণা, তাদের ত্বকের যত্ন নেওয়ার প্রয়োজন নেই। রূপচর্চা শুধুমাত্র মেয়েদের জন্য। এই ভাবনা একেবারেই ভুল। রূপচর্চা সবার প্রয়োজন। মেয়েদের চেয়ে বেশি রূপচর্চার প্রয়োজন ছেলেদের। কারণ ছেলেরা কখনও রূপের ব্যপারে যত্নবান থাকে না। ফলে তাদের ত্বকে বলিরেখা, ট্যান ও ব্লাকহেডসের মতো একাধিক সমস্যা দেখা দেয়। পাশাপাশি খুব তাড়াতাড়ি ত্বকের উজ্জ্বলতাও হারিয়ে যায়। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য ও ত্বকের উজ্জ্বলতা ফিরে পাওয়ার জন্য রইল কিছু ঘরোয়া টিপস –
কখনও বেশিরভাগ পুরুষ বাইরে বেরোনোর সময় সানস্ক্রিন ব্যবহার করে না। তাই ত্বকে তাড়াতাড়ি ট্যান পড়ে যায়। বাইরে বেরোনোর আগে সানস্ক্রিন ব্যবহার করুন। যদি বেশি সময়ের জন্য বাইরে থাকতে হয় তাহলে সানস্ক্রিন ব্যাগে করে নিয়ে যান।ত্বক সমসময় পরিষ্কার রাখুন। সেক্ষেত্রে দিনে ৪ থেকে ৫ বার জল দিয়ে মুখ পরিষ্কার করুন। তার সঙ্গে মুখে জলের ঝাপটা দিন। ত্বকে যে ট্যান পড়ে গেছে ও তার সঙ্গে ত্বকের মরা কোষ দূর করার জন্য সপ্তাহে ৩ দিন স্ক্রাবিং করুন। একটি লেবু মাঝখান থেকে কেটে মুখে ঘষে নিন। এতে ত্বকের উজ্জ্বলতা ফিরে আসবে। পাশাপাশি ত্বকের অতিরিক্ত তেল, পিগমেন্টেশন, রোদে পোড়ার দাগ ও ব্রণের সমস্যা দূর হবে। রাতে ঘুমানোর আগে মুখে ভালো করে একটি আইসকিউব ঘষুন। এতে মুখের রক্তসঞ্চালন ভালো হবে। এরপর কোনও ময়েশ্চারাইজ়ার ভালো করে মুখে লাগিয়ে নিন। অ্যলোভেরা ত্বক উজ্জ্বল রাখতে সাহায্য করে। একটি অ্যালোভেরার পাতা নিন। ওই পাতা থেকে অ্যালোভেরার নির্যাসটুকু বের করে মুখে লাগান। অ্যালোভেরা ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। রোদে পোড়া ত্বকের জন্য কাচা হলুদ উপকারী। তাই ১ চামচ কাচা হলুদ নিন। এরসঙ্গে ২ চামচ দুধ মেশান। ভালো করে একটা পেস্ট বানিয়ে নিন। এবার এটি মুখে লাগান। প্যাকটি শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। হলুদ রোদে পোড়াভাব দূর করতে সাহায্য করে। আর দুধ ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করে। শশা ত্বক ঠান্ডা রাখতে সাহায্য করে। একটি শশা কেটে ফ্রিজ়ে রেখে দিন। বাইরে থেকে ফিরে ওই শশার টুকরো দিয়ে মুখ পরিষ্কার করুন। তারপর জল দিয়ে মুখ ধুয়ে নিন। দেখবেন অনেকটা ফ্রেস লাগবে।